Preference

প্রশ্নঃ

দু'টি ধনাত্নক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দু'টির গুণফল ১১৭ হলে, সংখ্যা দু'টি নির্নয় কর?

  1. ক.

    ১২,৬

  2. খ.

    ১৩,৯

  3. গ.

    ১৪,৮

  4. ঘ.

    ১৫,৫

উত্তরঃ

ব্যাখ্যাঃ ধরি সংখ্যা দুটি x এবং y  এখন শর্তমতে x2+y2=২৫০..................(১) এবং xy=১১৭.....................(২)

আমরা জানি, (x+y)2=x2+y2+2xy  বা, (x+y)2=২৫০+১১৭*২ বা, x+y=২২...........................(৩)

আবার (x-y)2=x2+y2-2xy  বা,  (x-y)2=২৫০-১১৭*২   বা, x-y=৪.....................(৪)

এখন (৩) ও (৪) নং যোগ করে পাই  x=১৩ আবার (২) নং থেকে পাই y=৯

সুতরাং সংখ্যাদ্বয় ১৩ এবং ৯

comments powered by Disqus

Events

Loading....

Loading....

Loading....

Share our page