Preference

প্রশ্নঃ ময়ূরীর ----- নাচিছে ময়ূর।

  1. ক.
    সনে
  2. খ.
    সঙ্গে
  3. গ.
    প্রতি
  4. ঘ.
    সাথে
উত্তরঃ

প্রশ্নঃ এ জন্মের ----- বিদায় নিলাম।

  1. ক.
    কারণে
  2. খ.
    লাগি
  3. গ.
    তরে
  4. ঘ.
    পর
উত্তরঃ

প্রশ্নঃ ---- তাহাই তুমি করে গেলে দান।

  1. ক.
    মরণে
  2. খ.
    কর্মে
  3. গ.
    জীবনে
  4. ঘ.
    ক্ষণে
উত্তরঃ

প্রশ্নঃ এক চালেই ---- মাৎ।

  1. ক.
    বাজী
  2. খ.
    খেলায়
  3. গ.
    সব
  4. ঘ.
    ভালো
উত্তরঃ

প্রশ্নঃ উদোর পিণ্ডি -------- ঘাড়ে।

  1. ক.
    আমার
  2. খ.
    অধমের
  3. গ.
    বুদোর
  4. ঘ.
    পড়বে
উত্তরঃ

প্রশ্নঃ ছলের টাকা -- যায়।

  1. ক.
    নলে
  2. খ.
    জলে
  3. গ.
    অগোচরে
  4. ঘ.
    বিফলে
উত্তরঃ

প্রশ্নঃ ------কথা বাসি হলে ফলে।

  1. ক.
    আমার
  2. খ.
    কাঙালের
  3. গ.
    গরিবের
  4. ঘ.
    পণ্ডিতের
উত্তরঃ

প্রশ্নঃ অধিক সন্ন্যাসীতে ------- নষ্ট।

  1. ক.
    গাজর
  2. খ.
    স্বভাব
  3. গ.
    গাঁজন
  4. ঘ.
    ধ্যান
উত্তরঃ

প্রশ্নঃ বৈরাগ্য ---- মুক্তি সে আমার নয়।

  1. ক.
    লাভে
  2. খ.
    আশায়
  3. গ.
    বাধনে
  4. ঘ.
    সাধনে
উত্তরঃ

প্রশ্নঃ যবে উৎপীড়িতের ক্রন্দনরো ------- বাতাসে ধ্বনিবে না।

  1. ক.
    বাতাসে
  2. খ.
    মাঠে
  3. গ.
    সমাজে
  4. ঘ.
    আকাশে
উত্তরঃ

Events

Loading....

Loading....

Loading....

Share our page