Preference

প্রশ্নঃ চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?

  1. ক.
    ১/৩
  2. খ.
    ১/৪
  3. গ.
    ১/৬
  4. ঘ.
    ১/১০
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?

  1. ক.
    মাধ্যাকর্ষণ বলের জন্য
  2. খ.
    মহাকর্ষণ বলের জন্য
  3. গ.
    আমরা স্থির থাকার জন্য
  4. ঘ.
    পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনর জন্য
উত্তরঃ

প্রশ্নঃ চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন-

  1. ক.
    থাকবেই না
  2. খ.
    ঠিকই থাকবে
  3. গ.
    বাড়বে
  4. ঘ.
    কমবে
উত্তরঃ

প্রশ্নঃ অভিকর্ষ হলো বস্তুর উপর

  1. ক.
    ঊর্ধ্বমুখী বল
  2. খ.
    কেন্দ্রমুখী বল
  3. গ.
    নিম্নমুখী বল
  4. ঘ.
    সবগুলো
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়?

  1. ক.
    ভূ-পৃষ্ঠে
  2. খ.
    মেরু অঞ্চলে
  3. গ.
    নিরক্ষীয় অঞ্চল
  4. ঘ.
    পৃথিবীর কেন্দ্রে
উত্তরঃ

প্রশ্নঃ মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?

  1. ক.
    ঐ দূরত্বে পৃথিবরি কোন মহাকর্ষীয় বল নেই
  2. খ.
    মহাশূন্যচারী 'g'-এর মানের সমান ত্বরিত হয়
  3. গ.
    মহাশূন্যচারী মহাশূন্যচারীর চেয়ে ধীরগতিতে চলে
  4. ঘ.
    মহাশূন্যচারী বেগ অপরিবর্তিত থাকে
উত্তরঃ

প্রশ্নঃ যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-

  1. ক.
    g/২গুণ বৃদ্ধি পাবে
  2. খ.
    g গুণ বৃদ্ধি পাবে
  3. গ.
    ২g গুণ কমবে
  4. ঘ.
    ২g গুণ বৃদ্ধি পাবে
উত্তরঃ

প্রশ্নঃ শুন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?

  1. ক.
    পালক
  2. খ.
    পাথর
  3. গ.
    কাঠ
  4. ঘ.
    সবকটি এক সাথে মাটিতে স্পর্শ করবে
উত্তরঃ

প্রশ্নঃ পৃথিবী পৃষ্ট থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল---

  1. ক.
    কমে যায়
  2. খ.
    বেশি হয়
  3. গ.
    অপরিবর্তিত থাকে
  4. ঘ.
    কোনটিই নয়
উত্তরঃ

Events

Loading....

Loading....

Loading....

Share our page