Preference

প্রশ্নঃ পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?

  1. ক.
    বাড়তে থাকে
  2. খ.
    কমতে থাকে
  3. গ.
    একই থাকে
  4. ঘ.
    কম-বেশি হয়
উত্তরঃ

প্রশ্নঃ আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?

  1. ক.
    মেঘ তাপরোধী পদার্থ
  2. খ.
    মেঘ তাপ গ্রহণ করে
  3. গ.
    ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে
  4. ঘ.
    জলীয় বাষ্প ঘনীভূত হয়
উত্তরঃ

প্রশ্নঃ ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?

  1. ক.
    ফারেনহাইট
  2. খ.
    সেন্টিগ্রেড
  3. গ.
    কেলভিন
  4. ঘ.
    র‌্যাঙ্কিন
উত্তরঃ

প্রশ্নঃ এস.আই পদ্ধতিতে তাপের একক কি?

  1. ক.
    জুল
  2. খ.
    র‌্যানকিন
  3. গ.
    কেলভিন
  4. ঘ.
    সেলসিয়াস
উত্তরঃ

প্রশ্নঃ কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?

  1. ক.
    পেট্রোল ইঞ্জিনে
  2. খ.
    ডিজেল ইঞ্জিনে
  3. গ.
    রকেট ইঞ্জিনে
  4. ঘ.
    বিমান ইঞ্জিনে
উত্তরঃ

প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-

  1. ক.
    রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
  2. খ.
    বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
  3. গ.
    উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
  4. ঘ.
    সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
উত্তরঃ

প্রশ্নঃ তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে-

  1. ক.
    পরিবাহকের দৈর্ঘ্য
  2. খ.
    পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
  3. গ.
    পরিবাহকের আয়তন
  4. ঘ.
    পরিবাহকের উপাদান
উত্তরঃ

প্রশ্নঃ ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ

  1. ক.
    ভিজা কাপড়ে শরীরে ঠাণ্ডা লাগে
  2. খ.
    সর্দি কাশি হওয়ার সম্ভবনা থাকে
  3. গ.
    কাপড়ের পানি শরীরের জন্য ভাল নয়
  4. ঘ.
    কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে
উত্তরঃ

প্রশ্নঃ খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেয়া পাত্রে পানির-

  1. ক.
    স্ফুটনাঙ্ক কমে বলে
  2. খ.
    স্ফুটনাঙ্ক বাড়ে বলে
  3. গ.
    আয়তন বাড়ে বলে
  4. ঘ.
    চাপ বৃদ্ধি পায় বলে
উত্তরঃ

Events

Loading....

Loading....

Loading....

Share our page