Preference

প্রশ্নঃ 'শ্রী কৃষ্ণকীর্তনের' রচয়িতা কে?

  1. ক.
    জ্ঞান দাস
  2. খ.
    দীন চণ্ডীদাস
  3. গ.
    দীনহীন চণ্ডীদাস
  4. ঘ.
    বড়ু চণ্ডীদাস
উত্তরঃ
মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ‘শ্রী কৃষ্ণকীর্ত্তন' কাব্য পুথিটির রচয়িতা বড়ু চণ্ডীদাস। চতুর্দশ শতাব্দীর শেষ দিকে বড়ু চণ্ডীদাস রচিত ‘শ্রী কৃষ্ণকীর্ত্তন' কাব্যটি সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথ্ম কাব্যগ্রন্থ। পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে এর প্রকৃত নাম 'শ্রীকৃষ্ণসন্দর্ভ'। এটি ১৯০৯ সালে বসন্ত্রঞ্জন রায় ভারতের পশ্চিমবঙ্গের বাকুড়া জেলা কাকিল্যা গ্রাম হতে উদ্ধার করেন। ১৯১৬ সালে এটি প্রকাশিত হয়।
comments powered by Disqus

Events

Loading....

Loading....

Loading....

Share our page