Preference

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি ভাববাচ্যের?

  1. ক.
    আমি ভাত খেয়েছি
  2. খ.
    আমার ভাত খাওয়া হয়েছে
  3. গ.
    আমাকে ভাত দেওয়া হয়নি
  4. ঘ.
    তোরা সব ভাতের যোগাড় কর
উত্তরঃ

প্রশ্নঃ কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?

  1. ক.
    দ্বিতীয়া
  2. খ.
    তৃতীয়া
  3. গ.
    ৪র্থী
  4. ঘ.
    প্রথমা
উত্তরঃ

প্রশ্নঃ এবার একটি গান করা হোক- ভাববাচ্যটির কর্তৃবাচ্য কি হবে?

  1. ক.
    এবার একটি গান করতে থাক
  2. খ.
    এবার তোমা কর্তৃক একটি গান শুনানো হোক
  3. গ.
    এবার একটি গান কর
  4. ঘ.
    একটা গান গাও না
উত্তরঃ

প্রশ্নঃ 'তার যেন আসা হয়' ভাববাচ্যটি কর্তৃবাচ্যে পরিণত করলে নিচের কোনটি হবে?

  1. ক.
    সে আসবে
  2. খ.
    তার আসতে হবে
  3. গ.
    সে অবশ্যই আসবে
  4. ঘ.
    সে যেন আসে
উত্তরঃ

প্রশ্নঃ কর্মবাচ্যের ক্রিয়া কিসের অনুসারী হয়?

  1. ক.
    কর্তা
  2. খ.
    কর্মের
  3. গ.
    ক্রিয়ার
  4. ঘ.
    ভাবের
উত্তরঃ

প্রশ্নঃ ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কিসের প্রয়োজন হয়?

  1. ক.
    কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী হয়
  2. খ.
    কর্মে প্রথমা এবং ক্রিয়া উত্তম পুরুষ হয়
  3. গ.
    কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
  4. ঘ.
    কর্তায় ক্রিয়া অকর্মক হতে হয়
উত্তরঃ

প্রশ্নঃ নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

  1. ক.
    আসামীকে জরিমানা করা হয়েছে
  2. খ.
    তোমরা কখন এলে?
  3. গ.
    এ রাস্তা আমার চেনা নেই
  4. ঘ.
    রোগী পথ্য সেবন করে
উত্তরঃ

প্রশ্নঃ কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়?

  1. ক.
    ৭মী
  2. খ.
    ২য়া, ৬ষ্ঠী বা শূণ্য বিভক্তি
  3. গ.
    ৩য়া
  4. ঘ.
    ৫মী
উত্তরঃ

প্রশ্নঃ ভাববাচ্যের কর্তায় সবসময় নিচের কোন বিভক্তি যুক্ত হয়?

  1. ক.
    প্রথমা বা শূণ্য
  2. খ.
    ৪র্থী
  3. গ.
    ৫মী
  4. ঘ.
    ষষ্ঠী বা দ্বিতীয়া
উত্তরঃ

প্রশ্নঃ ছাত্ররা অঙ্ক করছে- বাক্যটি কোন ধরনের বাচ্যের উদাহরণ?

  1. ক.
    কর্মবাচ্য
  2. খ.
    ভাববাচ্য
  3. গ.
    কর্তৃবাচ্য
  4. ঘ.
    কোনটিই নয়
উত্তরঃ

Events

Loading....

Loading....

Loading....

Share our page