Preference

প্রশ্নঃ 'নিচের কোন বাগধারাটি চুরি করা' অর্থে ব্যবহৃত হয়?

  1. ক.
    চোখের বালি
  2. খ.
    চক্ষুদান করা
  3. গ.
    চোখের পর্দা
  4. ঘ.
    তাল কানা
উত্তরঃ

প্রশ্নঃ ‘ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-

  1. ক.
    মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
  2. খ.
    ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
  3. গ.
    বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
  4. ঘ.
    যাতে প্রচুর ফল লাভ হয়
উত্তরঃ

প্রশ্নঃ বাগধারা ভাষা বিশেষের কি?

  1. ক.
    অংশ
  2. খ.
    ঐতিহ্য
  3. গ.
    বিশেষ অংশ
  4. ঘ.
    সংযুক্তি
উত্তরঃ

প্রশ্নঃ ‘চোখের বালি’ অর্থ কি?

  1. ক.
    চোখের অসুখ
  2. খ.
    চোখের যত্ন
  3. গ.
    শত্রু
  4. ঘ.
    কৃতঘ্ন
উত্তরঃ

প্রশ্নঃ ‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন্ জন’- প্রবচনটির অর্থ কি?

  1. ক.
    সৃজনেরা তেঁতুল পছন্দ করে
  2. খ.
    আসলে মোঘল নেই, ঢেকি করে চাদোয়া
  3. গ.
    মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
  4. ঘ.
    সজনে ডাটায় নুন জোটেনা, মশুর ডালে ঘি
উত্তরঃ

প্রশ্নঃ কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক

  1. ক.
    চাঁদের হাট
  2. খ.
    মণিকাঞ্চন যোগ
  3. গ.
    একাদশে বৃহস্পতি
  4. ঘ.
    এলাহি কাণ্ড
উত্তরঃ

প্রশ্নঃ ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?

  1. ক.
    ষড়যন্ত্রকারী
  2. খ.
    বাক সর্বস্ত
  3. গ.
    দীর্ঘ প্রত্যক্ষমাণ
  4. ঘ.
    দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ

প্রশ্নঃ "দু কান কাটা" বাগধারাটির অর্থ-

  1. ক.
    বেহায়া
  2. খ.
    দাগী আসামী
  3. গ.
    নিরিহ ব্যাক্তি
  4. ঘ.
    অসুস্থ ব্যাক্তি
উত্তরঃ

প্রশ্নঃ ‘অন্ধের যষ্ঠি’ কথাটির অর্থ কি?

  1. ক.
    একমাত্র সহায় সম্বল
  2. খ.
    বিপদে পড়া
  3. গ.
    কানা লোকের বুদ্ধি
  4. ঘ.
    অন্ধ ব্যক্তির লাঠি
উত্তরঃ

প্রশ্নঃ ‘অশীতিপর’ শব্দের অর্থ কি?

  1. ক.
    শীত সহ্য করতে অক্ষম ব্যক্তি
  2. খ.
    আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
  3. গ.
    শীতে কাতর নয় এমন ব্যক্তি
  4. ঘ.
    প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী ব্যক্তি
উত্তরঃ

Events

Loading....

Loading....

Loading....

Share our page