Preference

প্রশ্নঃ ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-

  1. ক.
    ভঙ্গুর
  2. খ.
    চাপের মুখে ভেঙ্গে যায়
  3. গ.
    একতরফা
  4. ঘ.
    কোন বাধ্যবাধকতা নেই
উত্তরঃ

প্রশ্নঃ ‘গুড়ে বালি’ কথাটির অর্থ-

  1. ক.
    বাতাসে বালি
  2. খ.
    আশায় নৈরাশ্য
  3. গ.
    ভালোতে খারাপ
  4. ঘ.
    গোবরে পদ্মফুল
উত্তরঃ

প্রশ্নঃ ‘কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।

  1. ক.
    ভণ্ডলোক
  2. খ.
    স্বল্পজীবী লোক
  3. গ.
    অশিষ্ট ব্যক্তি
  4. ঘ.
    দীর্ঘজীবী ব্যক্তি
উত্তরঃ

প্রশ্নঃ ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি?

  1. ক.
    সুযোগমত কাজ করা
  2. খ.
    অতিরিক্ত চালবাজি
  3. গ.
    অভাব চাপা রাখা
  4. ঘ.
    কৌশলে কার্যোদ্ধার
উত্তরঃ

প্রশ্নঃ ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো-

  1. ক.
    খনার বচন
  2. খ.
    প্রবাদ বাক্য
  3. গ.
    কবিতার চরণ
  4. ঘ.
    বাগধারা
উত্তরঃ

প্রশ্নঃ ‘বিপদ একবারেই শেষ হয় না’।-এর প্রবাদ বাক্য কোনটি?

  1. ক.
    এক মাঘে শীত যায় না
  2. খ.
    গেঁয়ো যোগী ভিখ পায় না
  3. গ.
    সস্তার তিন অবস্থা
  4. ঘ.
    নুন খাই যার গুণ গাই তার
উত্তরঃ

প্রশ্নঃ ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?

  1. ক.
    ভাগ্য চিরসঙ্গী
  2. খ.
    ছোটবড় যাবতীয় কাজ করা
  3. গ.
    কারও সুসময়, কারও দুঃসময়
  4. ঘ.
    সুযোগের সদ্ব্যবহার করা
  5. ঙ.
    কোনটিই নয়
উত্তরঃ

প্রশ্নঃ 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'--- এর সমার্থক বাগধারা কোনটি?

  1. ক.
    কলকাঠি নাড়া
  2. খ.
    কুপোকাত
  3. গ.
    কালে ভদ্রে
  4. ঘ.
    কথায় চিড়া ভিজা
উত্তরঃ

প্রশ্নঃ 'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ কী?

  1. ক.
    ক্ষমতাসীন পার্টি
  2. খ.
    বিরোধী পার্টি
  3. গ.
    কদরহীন লোক
  4. ঘ.
    নিকৃষ্ট লোক
উত্তরঃ

প্রশ্নঃ ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?

  1. ক.
    বুদ্ধির ঢেঁকি
  2. খ.
    ভূষণ্ডীর কাক
  3. গ.
    বিড়াল তপস্বী
  4. ঘ.
    গভীর জলের মাছ
উত্তরঃ

Events

Loading....

Loading....

Loading....

Share our page