Preference

প্রশ্নঃ ‘এ কথা কে না জানে। -অর্থানুসারে বাক্যটি কোন শ্রেণীর?

  1. ক.
    না-বোধক
  2. খ.
    হ্যাঁ-বোধক
  3. গ.
    বিস্ময়সূচক
  4. ঘ.
    প্রশ্নবোধক
উত্তরঃ

প্রশ্নঃ বর্ণনামূলক বাক্য কত প্রকার?

  1. ক.
    তিন প্রকার
  2. খ.
    দুই প্রকার
  3. গ.
    চার প্রকার
  4. ঘ.
    এক প্রকার
উত্তরঃ

প্রশ্নঃ বাক্যের তিনটি গুণ কি কি?

  1. ক.
    আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
  2. খ.
    আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা
  3. গ.
    যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
  4. ঘ.
    কোনটিই নয়
উত্তরঃ

প্রশ্নঃ নিচের কোনটি বাক্যের সঠিক সংজ্ঞা?

  1. ক.
    একাধিক শব্দ পাশাপাশি বসলে
  2. খ.
    যে সকল শব্দ মিলিয়ে কোন কিছু প্রকাশ করে
  3. গ.
    যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়
  4. ঘ.
    অর্থবোধক শব্দসমষ্টি
উত্তরঃ

প্রশ্নঃ ‘মেঘ গর্জন করে এবং ময়ুর নৃত্য করে।’ -এই যৌগিক বাক্যটির সরল রূপান্তর কোনটি?

  1. ক.
    মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
  2. খ.
    মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে
  3. গ.
    মেঘ যখন গর্জন করে ময়ূর তখন নৃত্য করে
  4. ঘ.
    মেঘ গর্জন করে, তাই ময়ূতৃ নৃত্য করে
উত্তরঃ

প্রশ্নঃ একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কি বাক্য বলে?

  1. ক.
    সরল বাক্য
  2. খ.
    জটিল বাক্য
  3. গ.
    মিশ্র বাক্য
  4. ঘ.
    যৌগিক বাক্য
উত্তরঃ

প্রশ্নঃ 'তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি' এটা কোন আশ্রিত বাক্যের উদাহরণ?

  1. ক.
    বিশেষ্য স্থানীয়
  2. খ.
    বিশেষণ স্থানীয়
  3. গ.
    ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
  4. ঘ.
    যৌগিক বাক্য
উত্তরঃ

প্রশ্নঃ ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।”-বাক্যটির নেতিবাচক রূপ নিম্নের কোনটি?

  1. ক.
    প্রিয়বদা যথার্থ কহে নাই
  2. খ.
    প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
  3. গ.
    প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
  4. ঘ.
    কোনটিই না
উত্তরঃ

প্রশ্নঃ ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকতে হয়?

  1. ক.
    দুটি
  2. খ.
    তিনটি
  3. গ.
    চারটি
  4. ঘ.
    পাঁচটি
উত্তরঃ

প্রশ্নঃ বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়?

  1. ক.
    ইচ্ছা
  2. খ.
    আকাঙক্ষা
  3. গ.
    দৃঢ়তা
  4. ঘ.
    যোগ্যতা
উত্তরঃ

Events

Loading....

Loading....

Loading....

Share our page